শিবগঞ্জে চার শিক্ষকের বিদায় সংবর্ধনা

বগুড়ার শিবগঞ্জের মেদিনীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার শিক্ষকের অবসরজনীত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার মেদিনীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মেদিনীপাড়া মোজাদ্দেদীয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে মেদিনীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি আলহাজ্ব জহুরুল ইসলামের সভাপতিত্বে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এতে মোবাইল কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে রাখেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা।

তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর, তাদের জন্য জাতি আদর্শ মানদণ্ডের উপর দাঁড়িয়ে আছে, তাদের প্রতি আমাদের সার্বিক সহযোগীতা অব্যহত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার এসএম সারওয়ার জাহান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, শিবগঞ্জ সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ, মেদিনীপাড়া মোজাদেদ্দীয়া দাখিল মাদ্রাসার সভাপতি মোঃ আবু জাফর।

আরো পড়ুন :
সিরাজগঞ্জে চাষ হচ্ছে কুচিয়া মাছ
যুক্তরাষ্ট্রে বড়দিনের প্যারেডে গাড়ি হামলায় নিহত ৫, আহত ৪০

উক্ত প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী সাংবাদিক মিজানুর রহমানের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলের পরিচালক শাহিনূর ইসলাম, নবনির্বাচিত মেম্বার মেহেদি হাসান খোকন, পুনরায় নির্বাচিত মেম্বার চুন্নু মিয়া, বিদায়ী প্রধান শিক্ষক শাহাজান আলী, বিদায়ী সহকারি শিক্ষক আজিজুর রহমান বুলু, মো. লুৎফর রহমান ও শামছুল আলম। এসময় উপস্থিত ছিলেন মেদিনীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহার আলী, গুজিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহিন আলম, সাংবাদিক আপেল মাহমুদ, রশিদুর রহমান রানা, রবিউল ইসলাম রবি, কামরুল হাসান, ছাইফুল ইসলামসহ অত্র প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীবৃন্দ।

নভেম্বর ২২.২০২১ at ১৯:০৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/রইর/রারি