দিনাজপুরে বিএনপির অনশন কর্মসূচি পালন

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র স্থায়ী জামিন এবং মুক্তিসহ দুরারোগ্য রোগের সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরনের দাবিতে শনিবার দিনাজপুরের লোকভবন চত্তরে গণ অনশন কর্মসূচি পালন করেছেন নেতাকর্মীসহ সমর্থকেরা। কেন্দ্র ঘোষিত সূচি অনুযায়ী সকাল ৯টায় শুরু কর্মসূচি বিকেল ৪টা পর্যন্ত অনশন পালন করেন তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক রেজিনা ইসলাম, এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর পৌর সভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র বিপ্লবি সদস্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোকসেদ আলী মঙ্গোলিয়া জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আখতারুজ্জামান মিয়া, মোফাজ্জল হোসেন দুলাল, খালেকুজ্জামান বাবু, আলহাজ মাহবুব আহমেদ, মোকারম হোসেন, হাসানুজ্জামান উজ্জ্বল, অ্যাডভোকেট আনিসুর রহমান চৌধুরী, বক্তিয়ার আহমেদ কচি, আখতারুজ্জামান জুয়েল, মোস্তফা কামাল মিলন, উপস্থিত ছিলেন।

আরো পড়ুন :
শ্লীলতাহানির অভিযোগে দাদন ব্যবসায়ী শ্রীঘরে
বীর মুক্তিযোদ্ধা নজির হোসেনকে গার্ড অব অনার প্রদান

আরো উপস্থিত ছিলেন অংগ সংগঠনের জেলা যুবদলের সভাপতি মুন্নাফ মুকুল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাকসুদুল ইসলাম টুটুল, জেলা যুবদলের সহ-সভাপতি নিশার ও ইসমাইল খান জমজ. জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুজিবুর রহমান মুজিব, সাধারণ সম্পাদক রাসেল আলী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সোহেল, জেলা ছাত্রদলের বিপ্লবী সভাপতি রেজাউর রহমান রেজা, সাধারণ সম্পাদক আবুজার সেতু, সাংগঠনিক সম্পাদক রায়হান আলী, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হামিদুর রহমান, দিনাজপুর জেলা মহিলা দলের সভাপতি নাজমুল, সাধারণ সাধারণ সম্পাদক শাহীন সুলতানা বিউটি, পৌর বিএনপি সাবেক সভাপতি আলহাজ মল্লা, সাধারণ সম্পাদক খোকা, সম্পাদকসাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান সরকার, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শাহজালাল রোজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আব্দুর রশিদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় নেত্রীর মুক্তির দাবিতে বক্তব্য দেন তারা। শান্তিপুর্নভাবে কর্মসুচি পালিত হয়।

নভেম্বর ২০.২০২১ at ১৯:১৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মোআহো/রারি