কালীগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে প্রার্থীদের মতবিনিময়

আসন্ন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে নির্বাচনি আচরণ বিধি প্রতিপালন ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মো. মজিবর রহমান। সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মো. মুনতাসিরুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মো. আ. ছালেক, কালীগঞ্জ সহকারি কমিশনার (ভূমি) ভুপালী সরকার, কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান মিয়া, উপজেলা নির্বাচন অফিসার আলমগির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিপালনা করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মধুসুদন পাল।

আলোচনা সভায় রক্তারা বলেন, প্রার্থীরা এমন কোনো আচরন লঙ্ঘন করবেন না যে আপনার প্রার্থীতা বাতিল হয়ে যায়। নির্বাচনের দিন সকালে প্রতিটা কেন্দ্রে বেলট পেপার পৌঁছে দেওয়া হবে। যারা বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত হয়েছেন তাদের উদ্দেশ্য করে বলেন, আপনারা চুপকরে ঘরে বসে থাকুন তানা হলে আত্বিয় বাড়িতে বেড়াতে যান কারো পক্ষনিয়ে কথা বলবেন না বা কোনো ঝামেলা করলে আপনাদের বিরুদ্ধেও ব্যাবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন :
ঘোড়াঘাটে নানাকে বিয়ে করতে না পেরে নাতীকে অপহরণ
ঠাকুরগাঁওয়ে এক স্কুল ছাত্রী নিখোঁজ

মতবিনিময় সভায় বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, সংরক্ষিত নারী সদস্য প্রার্থী ও পুরুষ সদস্য প্রার্থীরা বক্তব্য রাখেন। এসময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা বলেন, ভোটের দিন সকালে ব্যালট পেপার পাঠানো, প্রকাশ্যে সিল মারা বন্ধ ও নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান।

উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১ টি ও কোটচাঁদপুর উপজেলার ৫টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নভেম্বর ২০.২০২১ at ১৭:৫৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/বেহুবি/রারি