ভর্তিচ্ছুদের পাশে শহীদ রফিক-জব্বার হল ছাত্রলীগ

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভর্তিচ্ছুদের সহায়তায় কাজ করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হল ছাত্রলীগের নেতাকর্মীরা।

ভর্তিচ্ছুদের সহায়তায় তারা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের সামনে একটি তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন করেন। সেখানে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মোবাইল, মানিব্যাগ, ইলেকট্রনিক ডিভাইস রাখার ব্যবস্থা করা হয়। দ্রুত সময়ে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিতে প্রতি বছরের মতো এবারও ছিল ‘জয় বাংলা বাইক সার্ভিস’র ব্যবস্থা করা হয় বলে জানান হলের নেতা-কর্মীরা।

এসময় হল ছাত্রলীগ নেতা ৪৪ তম ব্যাচের সাজ্জাদ হোসেন, সাব্বির হোসেন নাহিদ, মাহফুজুর রহমান, আল-আমিন, রাকিবুর রহমান বাপ্পি উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:
ফুলবাড়ীতে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ কাজের উদ্বোধন
বহুলালোচিত যুদ্ধাপরাধী আমজাদ মোল্লা বাহিরে: মামলার সাক্ষীদের নানামুখি হুমকি

এছাড়া ৪৫ তম ব্যাচের ছাত্রলীগ নেতা সোহেল রানা, রমিম মাহমুদ, ফয়সাল খান রকি, সাজ্জাদ শোয়াইব, আহসান আমিন ফাহিম, সরব ইসলাম রকিব, জোবায়ের আহমেদ, শুভাশীষ ঘোষ-ও সেখানে উপস্থিত ছিলেন। ৪৬ তম ব্যাচের সাধন বিশ্বাস, ফখরুদ্দিন কেফায়েত, আতিক মাহমুদ সজিব, ইমরান আহমেদ, নসরত-এ- আলম, রবিন সরকার, মুন্সী শাহেদ ইভান সেখানে উপস্থিত ছিলেন।

নভেম্বর ১৬.২০২১ at ১৯:১১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/নউ/জআ