রাজাপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ঝালকাঠির রাজাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। রবিবার (১৪নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে রাজাপুর উপজেলা কৃষি অধিদপ্তরের অয়োজনে অত্র কৃষি অফিস প্রাঙ্গনে বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, কৃষি কর্মকর্তা মো. রিয়াজ উল্লাহ বাহাদুর, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেরুননেছা পাপড়ি, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস ছালাম আকন প্রমূখ।

আরো পড়ুন :
গাইবান্ধায় ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি আরিফ গ্রেফতার
রেইনট্রি ধর্ষণ মামলার রায় দেওয়া সেই বিচারক হারালেন বিচারিক ক্ষমতা

উল্লেখ্য চলতি রবি মৌসুমে গম, ভূটা, সরিষা, সুর্যমূখী, চীনাবাদাম, মূগ, মসুর ও খেসারী চাষে সহযোগিতার জন্য উপজেলার ৬টি ইউনিয়নে মোট দুই হাজার চার‘শ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের এ সুবিধার আওতায় আনা হবে।

নভেম্বর ১৪.২০২১ at ১৬:১০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মোনাহাঈ/রারি