ফুলবাড়ী প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনাজপুরের ঐত্যিহাবী প্রেসক্লাব ‘‘ফুলবাড়ী প্রেসক্লাব’’ এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালন করা হয়েছে।

রবিবার সকাল ১০ টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ হলরুমে ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি, দৈনিক দেশ মা সম্পাদক প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু’র সভাপতিত্বে এবং ফুলবাড়ী প্রেসক্লাবের কার্যকরী সদস্য আশরাফ পারভেজের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

আরো পড়ুন :
আবারও জমে উঠল নেইমার-এমবাপে
রাজধানীতে ৬ষ্ঠ শ্রেণী ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রীদের অভিভাবকদের মানববন্ধন

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম প্রামাণিক, ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশ্রাফুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন দৈনিক দেশ মা পত্রিকার প্রকাশক উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা শিল্পপতি রাজু কুমার গুপ্ত, ফুলবাড়ী প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ সভাপতি হারুনুর রশিদ হারুন, সাংগঠনিক সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু, সাংবাদিক রজব আলী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সহ সভাপতি ও ফুলবাড়ী প্রেসক্লাবের ৪০ বছর উদযাপন কমিটির আহবায়ক প্রভাষক আজিজুল হক সরকার।

শেষে প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে দিবসের সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এতে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ফুলবাড়ী প্রেসক্লাবের সদস্য-সদস্যাসহ সুধিজনরা অংশ নেন।

নভেম্বর ০৭.২০২১ at ১৬:৫৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মোআহেচৌ/রারি