তাহিরপুরে ৭০ শতাংশ ভর্তুকিতে কৃষকদেরকে কৃষিযন্ত্র বিতরণ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সমন্বিত ব্যাবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ’ প্রকল্পের আওতায় ৭০ শতাংশ ভর্তুকিতে কৃষকদেরকে কৃষিযন্ত্র দেয়া হয়েছে।

মঙ্গলবার (০২ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি পুনর্বাসনের বাস্তবায়নে কৃষি যন্ত্রপাতি বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির,উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ দৌলা, কৃষি সম্প্রসারণ আবু মো. সাহেল উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন উপসহকারী কর্মকর্তাগন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন ও উপকার ভোগীগন।

আরো পড়ুন :
মতলব উত্তর ইউপি নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩ চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন
রাণীশংকৈলে ইউপি নির্বাচনী আইনশৃঙ্খলা বিষয়ক সভা

অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, এ প্রকল্পের মাধ্যমে কৃষিতে নতুন অধ্যায়ের সূচিত হলো। এর মাধ্যমে আমাদের হাওরাঞ্চলে ফসল উৎপাদনে সময় ও শ্রম খরচ কমবে কৃষকগন উপকৃত হবে।

নভেম্বর ০২.২০২১ at ২০:২৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/জাআভূঁ/রারি