পুলিশের শ্রেষ্ঠ কমিউনিটি উপদেষ্টা হিসেবে সম্মাননা পেলেন, উপজেলা চেয়ারম্যান

জেলা শহর সুনামগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে’মুজিব বর্ষে পুলিশ নীতি জনসেবা আর সম্প্রীতি’এই স্লোগানকে সামনে রেখে প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভা যাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) সাংবাদিক গিয়াস চৌধুরীর সঞ্চালনায় জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান (বিপিএম) এর সভাপতিত্বে শহীদ বীর মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে জেলার শ্রেষ্ট কমিউনিটি উপদেষ্টা হিসেবে তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুলকে সম্মাননা স্বারক ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ এমপি ও সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।

আরো পড়ুন :
যশোরে মুক্তিযোদ্ধাদের ওপর হামলার অভিযোগ
ঝিকরগাছা সদর ইউপি নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার করে সংবাদ সম্মেলন

এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল হুদা মুকুট, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবু সাঈদ, জেলা প্রেসক্লাব সভাপতি পঙ্কজ দে, সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, মুক্তিযোদ্ধা মাকসুদ, অফিসার ইনচার্জ শহীদুর রহমান প্রমুখসহ জেলার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, বিভিন্ন সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বছর জেলার শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে জেলা প্রশাসকের কার্যালয় হতে সম্মানা স্বারক ক্রেস্ট অর্জন করেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল।

অক্টোবর ৩০.২০২১ at ২১:৪০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/রাহামু/রারি