গাবতলীতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৭ অক্টোবর বগুড়ার গাবতলীতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে কেক কর্তন করা হয়।

মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৭ অক্টোবর বগুড়ার গাবতলীতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে কেক কর্তন করা হয়।

মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড গাবতলী শাখার সভাপতি সোহেল রানার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশন বগুড়া জেলা শাখার সাধারন সম্পাদক যুদ্ধকালীন গ্রুপ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিরুল মমিন মুক্তা।

আরো পড়ুন :
যশোর এম এম কলেজে করোনা টেস্ট করা যাবে
রাজাপুরে শের-ই বাংলা মহাবিদ্যালয় ও নবনির্মিত সেতুটির নামকরণ করার দাবিতে মানববন্ধন

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খাজা নাজিমদ্দিন। বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড গাবতলী শাখার সহ-সভাপতি তৌফিকুর রহমান, সাধারন সম্পাদক মসিউর রহমান বিপ্লব, মুক্তিযোদ্ধা সন্তান কল্যান ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ফেরদৌস আলম গামা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড গাবতলী শাখার সমবায় ও প্রকল্প সম্পাদক মানিক মিয়া, ত্রান সম্পাদক ইবনে আলী, সন্তান কমান্ড সদস্য আব্দুল্লাহ আল মামুন, লিটন চন্দ্র, রিমন হোসেন, সাব্বির হোসেন প্রমূখ।

গাবতলি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি বার্ষিক নির্বাচনে গাবতলী পাইলট উচ্চ বিদ্যায়ের সম্মানিত প্রধান শিক্ষক এমদাদুল হক সভাপতি সহকারী প্রধান শিক্ষক মোরশেদ খাজা যুগ্ন সাধারন সম্পাদক ও শিক্ষক শামছুল আলম অর্থ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় ২৭ অক্টোবর গাবতলী পাইলট উচ্চা বিদ্যালয়ের স্কুলের সকল শিক্ষকমন্ডলী তাদের ফুলেল শুভেচ্ছা জানায়।

অক্টোবর ২৭.২০২১ at ১৬:৩৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আই/রারি