যশোর এম এম কলেজে করোনা টেস্ট করা যাবে

যশোর সরকারি মাইকেল মধুসূদন (এম এম) মহাবিদ্যালয়ে আধুনিক প্রাণিবিদ্যা ল্যাবের যাত্রা শুরু হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সেখানে করোনা টেস্ট করা হবে। মঙ্গলবার (২৬ অক্টোবর) প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর আব্দুল মজিদ প্রধান অতিথি হিসেবে প্রাণিবিদ্যা বিভাগের হলরুমে বর্ণাট্য আয়োজনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

ল্যাবটিতে কোভিড-১৯ করোনা টেস্ট করা যাবে। অনার্স ও মাস্টার্সের শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষার জন্য ল্যাবটি স্থাপন করা হয়েছে। সেখানে মাইক্রোটেকনিক কোষীয় গঠন পর্যবেক্ষণ করা হবে। অনুজীব বিজ্ঞানের যাবতীয় কাজ সম্পন্ন করা যাবে। বন্য প্রাণী ধ্বংসের কারণ নিয়ে গবেষণা করা হবে। বাস্তুতান্ত্রিক পরীক্ষা হবে।

আরো পড়ুন :
চিতলমারীতে মেয়েকে উত্ত্যক্তর প্রতিবাদ করায় ভাংগল বাবার হাত, পা জখম
‘বাইরের লোক কে-কী বলছে, তাতে আমার আগ্রহ নেই’, মাশরাফির মন্তব্যে ওটিস গিবসন

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর নাসিম রেজা। প্রাণিবিদ্যা বিভাগের প্রধান মদন কুমার সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন সহযোগি অধ্যাপক মহসিন উদ্দিন, প্রভাষক নুসরাত জাহান লাকি, প্রভাষক সাদিয়া ইসলাম, শিক্ষার্থী প্রিয়াংকা পাল ও গোলাম কিবরিয়া সজিব।

অক্টোবর ২৬.২০২১ at ২০:০০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/রআ/রারি