নরসিংদীতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ গুলিবিদ্ধসহ আহত ১০

নরসিংদীর চরাঞ্চলের আলোকবালীতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ আহত ১০। মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে আহতরা হলো আলোকবালীর সাতপাড়া গ্রামের মৃত সুরুজ খানের ছেলে শাহা আলম (৪৫) একই গ্রামের মৃত ফজল মিয়ার ছেলে কাইয়ুম (৩০)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আ.লীগের নৌকা প্রতিকের প্রাথী বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপু ও বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক এ্যাড. আসাদুল্লাহর সমর্থকদের মধ্যে সাতপাঁড়া গ্রামে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দুই গ্রুপের সংঘর্ষে এসময় ৫ জন গুলিবিদ্ধ সহ ১০ জন আহত হওয়ার খবর পাওয়ার গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় সংঘর্ষ চলছে।

আরো পড়ুন :
চিতলমারীতে মেয়েকে উত্ত্যক্তর প্রতিবাদ করায় ভাংগল বাবার হাত, পা জখম
তাহিরপুর সীমান্তে মদের চালানসহ কারবারি আটক

এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ দিকে বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তা মেজবাহ উদ্দীনের কাছে মনোয়ন পত্র প্রত্যাহের আবেদন করেছেন বলে জানিয়েছেন বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক এ্যাড. আসাদুল্লাহ।

অক্টোবর ২৬.২০২১ at ১৯:৪০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মোইফি/রারি