তাহিরপুর সীমান্তে মদের চালানসহ কারবারি আটক

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতীয় মদের চালানসহ এক কারবারীকে আটক করেছে সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।

আটককৃত কারবারীর নাম আলী রাজ (২০) সে উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়গড় গ্রামের রেফাত আলীর ছেলে।

আরো পড়ুন :
ঘোড়াঘাটে অপহরণের নাটক, অবশেষে ৮ বছর পর আটক আইমুদ্দিন
‘ইভ্যালি‘ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিলেন: মাহবুব কবীর মিলন

বিজিবি সুত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ৩টা ৩০ মিনিটের সময় লাউড়গড় বিওপির (৫৭১৪৪) হাবিলদার শ্রীরামেন্দ্র রায়ের নেতৃত্বে একটি নিয়মিত টহল দল গোপন সংবাদের মাধ্যমে, সীমান্ত পিলার ১২০৩/৪-এস এর নিকট হতে আনুমানিক তিনশত গজ বাংলাদেশের অভ্যন্তরে, উপজেলার বাদাঘাট ইউনিয়নের সায়েদাবাদ এলাকা থেকে ১২ বোতল ভারতীয় মদ ১ পিছ বিয়ারসহ ওই কারবারিকে আটক করা হয়। আটককৃত মদের সিজার মূল্য ১৮ হাজার ২শত ৫০ টাকা।

সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লে-কর্ণেল মো. তসলিম এহসান (পিএসসি) আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

অক্টোবর ২৬.২০২১ at ১৯:০০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/রাহামু/রারি