সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মাঠে থাকবে আ’লীগ

সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংসতার হামলার প্রতিবাদে শান্তি ও সম্প্রীতি জন্য মাঠে নেমেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।‌ সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রাজপথে থাকার হুঁশিয়ারি দিয়েছে তারা। সেইসঙ্গে সকল প্রগতিশীল মানুষকে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা।

মঙ্গলবার (১৯ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সম্প্রীতি সমাবেশ এই আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সমাবেশে বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতা-কর্মীরা উপস্থিত হয়েছেন। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল-সমাবেশে নেতাকর্মীরা আসেন। এ সময় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সাম্প্রদায়িক কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও স্লোগানে মুখরিত হয়ে ওঠে বঙ্গবন্ধু এভিনিউ। মিছিলে আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন সাধারণ মানুষ জড়ো হয়েছেন।

আরো পড়ুন:
রাণীশংকৈলে বিদ্যুৎপৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
নড়াইলে শারদীয় দূর্গাপূজাঁ উপলক্ষ্যে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ

দেশের কোনো প্রান্তে যেন এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য সতর্ক আওয়ামী লীগ। ওবায়দুল কাদের বলেছেন, ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে একটি বিশেষ গোষ্ঠী। যতদিন পর্যন্ত সাম্প্রদায়িক অপশক্তির বিষদাঁত ভেঙে দিতে না পারবো, ততদিন পর্যন্ত আওয়ামী লীগ মাঠে থাকবে। সকল নেতাকর্মীরা মাঠে থাকবে, প্রস্তুত থাকবে।

অক্টোবর  ১৮.২০২১ at ১৬:৩৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ভক/জআ