নড়াইলে শারদীয় দূর্গাপূজাঁ উপলক্ষ্যে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ

প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিল থেকে নড়াইলে শারদীয় দূর্গাপূজাঁ উপলক্ষ্যে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হিন্দু ধর্মীয় কল্যান ট্র্যাস্ট, ধর্ম মন্ত্রনালয়, নড়াইলের আয়োজনে এ চেক বিতরণ করা হয়।

প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান ৫৬ টির মন্দির কমিটির প্রতিনিধিদের মাঝে ২,৬৭০০০ টাকার চেক বিতরণ করেন।

আরো পড়ুন :
বিশ্বসেরা গবেষকদের তালিকায় ঠাকুরগাঁওয়ের আনোয়ার খসরু
সংবাদ প্রকাশের পর শার্শায় ভিজিডির চাউল আত্বসাতের তদন্ত শুরু

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবাশীষ চৌধুরী এর সভাপতিত্বে সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. সুবাস চন্দ্র বোস, বাংলাদেশ পুজা উদযাপন কমিটি, নড়াইল শাখার সভাপতি অশোক কুমার কুন্ডু, মন্দির ভিত্তি শিশু ও গণশিক্ষা কার্যক্রম, হিন্দু ধর্মীয় কল্যান ট্র্যাস্ট, নড়াইলের উপ-পরিচালক দেবাশীষ বাইন, সদর উপজেলা শাখা পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল সরকার, সরকারি কর্মকর্তা, অনুদান প্রাপ্ত মন্দির কমিটির প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।

অক্টোবর ১৯.২০২১ at ০৯:০০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শুস/রারি