দিনাজপুর শিক্ষা প্রকৌশল ঠিকাদার কল্যাণ সমিতির সংবাদ সম্মেলন

নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধির কারণে বর্তমান সংকটময় সময়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ঠিকাদার কল্যাণ সমিতিদিনাজপুরের ঠিকাদাররা।

সোমবার (১১ অক্টোবর) সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ঠিকাদার কল্যাণ সমিতি দিনাজপুর আয়োজিত সংবাদ সম্মেলনে উপরোক্ত অভিযোগ করেন সংগঠনের নেতারা।

সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক মো. তৈয়ব উদ্দিন চৌধুরী লিখিত বক্তব্যে বলেন, বিশ্বব্যাপী করণা মহামারীর কারণে নির্মাণসামগ্রীর কাঁচামালের দাম সারা পৃথিবীব্যাপী বৃদ্ধি পায়, এরই ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশেও নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি পেয়েছে।

আমরা বর্তমানে পিডাব্লিউডি ২০১৪ এবং পি ডব্লিউ ডি ২০১৮ ইং সালের দর ধরেই নির্মাণ কাজ গুলো করছি। পি ডব্লিউ ডি’ র ২০১৮ দর অনুযায়ী (ভ্যাট+আয়কর+ঠিকাদারের লভ্যাংশ+জনবল ও অন্যান্য খরচসহ ৬০ গ্রেড রডের দাম ধরা আছে ৮২ টাকা) কিন্তু বর্তমান বাজারে রডের দাম ৭২ টাকা এর সাথে ভ্যাট, আয়কর, ঠিকাদার, লাভ্যাংশ, মিস্ত্রি খরচ, জনবল, তার ও তারকাঁটার দাম যোগ করলে প্রতি কেজি ১১২ টাকা ।

বৃদ্ধি হওয়া মূল্য ধরেই এভাবে কাজ করতে থাকলে ঠিকাদারের বাড়ি ঘর বিক্রি করতে হবে, এতে করে আমাদের প্রচুর অর্থনৈতিক ক্ষতির শিকার হতে হবে। লিখিত বক্তব্যে বলেন, পিডব্লিউডি, এলজিইডি এবং সড়ক ও জনপথ বিভাগসহ কোনো অধিদপ্তরের সাথে অন্য কোনো অধিদপ্তরের রেট শিডিউল এর কোনো মিল নেই।

তারা বলেন, একই দেশে একই রডের দাম একেক অধিদপ্তরের একেক রকম,তার কারণে কাজ করতে গিয়ে আমরা অর্থনৈতিক ক্ষতির শিকার হচ্ছি। সংবাদ সম্মেলনে বর্তমান মুল্য বৃদ্ধি হওয়া নির্মাণ সামগ্রীর দাম জানানো হয়, সাদা সিমেন্ট ৫৫০ টাকার স্থলে বর্তমানে ৯৫০ টাকায় বিক্রি হচ্ছে, এছাড়াও স্যানিটারি মালামালের দাম বেড়েছে ২০-৩০ শতাংশ, রং এর দাম বেড়েছে ৭-১০ শতাংশ।

আরো পড়ুন :
নড়াইলের বাঁধাঘাটে শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দিরের উদ্বোধন
রাণীশংকৈলে সাড়ে তিন মাস পর কবর থেকে লাশ উত্তোলন

এ অবস্থায় আমরা এখন দিশেহারা হয়ে পড়েছি। বিগত দরে প্রাপ্ত কাজগুলো তুলতে গেলে পরিবারপরিজন নিয়ে আমাদের পথে বসতে হবে, তাই সরকারের কাছে আমাদের প্রত্যাশা দরপত্র দর পুন. বিবেচনা করে অসহায় ঠিকাদারদের রক্ষা করুন।

সংবাদ সম্মেলনে তারা চলতি নির্মাণকাজ গুলোতে দরপত্র দর বৃদ্ধি করে নতুন রেট সিডিউল প্রদানের মাধ্যমে দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তিন শতাধিক ঠিকাদারসহ জেলায় বিভিন্ন দপ্তরে কর্মরত দেড় হাজার ঠিকাদার ঠিকাদার এবং তাদের পরিবার কে ধ্বংসের হাত থেকে রক্ষার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ঠিকাদার কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান, দপ্তর সম্পাদক দপ্তর সম্পাদক মো. কুরবানী আলী, প্রচার সম্পাদক মনসুর আলী ময়না, সদস্য শামসুল আরিফ আব্দুর রশিদ কামরুল হাসান কামরুল হাসান ভুট্টো মিজানুর রহমান রুবেল ও বাবু প্রমুখ।

অক্টোবর ১১.২০২১ at ১৬:০৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মোআহো/রারি