কাঠালিয়ায় দুই জেলেকে অর্থদন্ড, ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

ঝালকাঠির বিষখালী নদীতে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও দুই জেলেকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রম্যমান আদালত।

বুধবার (০৬ অক্টোবর) বিষখালী নদীর আমুয়া এলাকায় কাঠালিয়া উপজেলা মৎস্য বিভাগ ও থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে মো. শাহিন গাজী ও মো. সোহেল হাওলাদার নামে দুই জেলেকে আটক এবং ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে।

আরো পড়ুন :
সিরাজগঞ্জ মহাসড়কে যানজট, ভোগান্তিতে চালক-যাত্রী
২০৪১ সালে বাংলাদেশে হবে স্বপ্নের সোনার বাংলা : পরিকল্পনা প্রতিমন্ত্রী

কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের এ অর্থদন্ড প্রদান করে ও জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে দেন।

অক্টোবর ০৬.২০২১ at ১৯:১৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মোনা/রারি