কাজিপুরে ট্রাক চাপায় শ্রমিকের মৃত্যু, চালক আটক

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের ঢেকুরিয়া হাটের নিকট বিলচতল গ্ৰামের মৃত খোরশেদ আলমের পুত্র খলিলুর রহমান (৫৫) ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ ই অক্টোবর) সকাল সোয়া ৮ টার দিকে ঢাকুরিয়া হাট সংলগ্ন দক্ষিণ পাশের রাস্তায় এ দুর্ঘটনাঘটে। সে ঢেকুরিয়া মনসুুর আলী ইকো পার্কে ট্রাকের পাথর লোড- আনলোড কাজে নিয়োজিত ছিল। একাধিক স্থানীয় বাসিন্দারা জানান মেঘাই থেকে একটি বালুবাহি ট্রাক বেপরোয়া গতিতে ঢাকুরিয়া বাজারে দক্ষিণ পাশের রোড দিয়ে বাজারে ঢুকতে প্রথমে একটি ইজি বাইকে ধাক্কা দেয়, পরে বেপরোয়া গতিতে একজন পথচারী রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় ট্রাকের চাকার সাথে লেগে ৩০-৪০ ফুট ট্রাকের সাথে চলার পর ঘটনাস্থলেই পিষ্ঠ হয়ে পথচারীর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী বিলচতল গ্রামের আলমগীর হোসেন বলেন,বালুবাহী ট্রাকটি দ্রুত গতিতে ঢাকুরিয়া বাজারে দক্ষিণ পাশে রোডে ঢুকে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়ার সাথে সাথে পাশে থাকা পথচারীর উপর দিয়ে ট্রাকটি উঠলে বেশ কিছু দুর চাকার সাথে পিষ্ট হতে থাকে। তার পর ঘটনা স্থলে তার মৃত্যু হয়।

আরো পড়ুন :
ফেসবুক সেবাই বিঘ্ন:  ধনীর তালিকায় পিছিয়ে গেলেন জাকারবার্গ
বদলগাছীতে কৃষকের শসাময় রাজ্যে চোখ জুড়ে রঙ্গিন স্বপ্ন

খবর পেয়ে কাজিপুর থানা পুলিশ ঘটনা স্থলে পৌঁছে। এদিকে স্থানীয় জনগন যাতক (এস এ ট্রেডার্স) ট্রাক সহ এর চালক আজাদ কে আটক করেছে। গাড়ির নম্বর বগুড়া ড- ১১-১৯৫৭ মালিক কাজিপুর উপজেলার মেঘাই গ্রামের মৃত ময়েজউদ্দিনের পুত্র বাদশা মিয়া। মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন পরিদর্শক এস আই আবুল হোসেন। এ বিষয়ে নিহত খলিলের পুত্র নুরনবি বাদী কাজিপুর থানায় অভিযোগ দায়ের করে।

ঘটনা স্থলে পুলিশ পরিদর্শক( তদন্ত) মো হুমায়ুন কবির বলেন, সকালে খলিলুর ঢেকুরিয়া হাটের দক্ষিনে রোডে পৃর্ব পাশ দিয়ে হাটছিলেন এ সময় বালুবাহি ট্রাকটি চাপা দিলে ঘটনা স্থলে তার মৃত্যু হয়। এ ব্যাপারে সরকারি বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নিহতের পুত্র নুরনবির অভিযোগ দায়ের ও ঘটনা সত্যতার ভিত্তিতে (ট্রাকটি) জব্দ ও আসামি গাড়ির চালক আজাদ কে মঙ্গলবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

অক্টোবর ০৫.২০২১ at ১৬:৪৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আসোচা/রারি