ট্রেন লাইনচ্যুত, ভৈরব-ময়মনসিং ট্রেন চলাচল বন্ধ

কিশোরগঞ্জের ভৈরবে রেলস্টেশনের আউটার সিগন্যাল এলাকায় চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শনিবার (২ অক্টোবর) দুপুরের দিকে বগিটি লাইনচ্যুত হয়।

দুর্ঘটনার পর ভৈরব স্টেশনে আটকে আছে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস। এছাড়া কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী আন্তনগর এগারোসিন্দুর ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যেতে পারছে না বলে স্টেশন সূত্রে জানা গেছে।

আরো পড়ুন:
ট্রেন লাইনচ্যুত, ভৈরব-ময়মনসিং ট্রেন চলাচল বন্ধ
মতলবে মেয়র প্রার্থী মাহবুবুর রহমান সেলিমের গাড়ী ভাংচুর

কিশোরগঞ্জের সহকারী স্টেশন মাস্টার জয়নুল আবেদীন জানান, শনিবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে নাসিরাবাদ ট্রেনটি ভৈরব স্টেশনের প্রবেশের সময় হঠাৎ বিকট শব্দ হয়। ট্রেনে থাকা যাত্রীরা চিৎকার শুরু করলে চালক সঙ্গে সঙ্গে ট্রেনটি থামাতে সক্ষম হন। দুর্ঘটনাকবলিত ট্রেনটিকে উদ্ধার করতে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ভৈরবের উদ্দেশে গেছে। কয়েক ঘন্টার মধ্যে ট্রেনটির বডি উদ্ধার করে রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে সহকারী স্টেশন ম্যানেজার জানিয়েছেন।

অক্টোবর ০২.২০২১ at ১৫:৩৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সনি/জআ