মাদক ও দালালমুক্ত ডিজিটাল হিজলা ইউনিয়ন গড়ার অঙ্গীকার

বাগেরহাটের চিতলমারী উপজেলার ৩ নং হিজলা ইউনিয়নের নবনির্বাচিত সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নৌকা প্রতীকের চেয়ারম্যান কাজী আবু শাহীনের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেছেন।

রোববার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় হিজলা বাজার সংলগ্ন চেয়ারম্যানের নিজস্ব বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান কাজী আবু শাহীনের মা পান্নুয়ারা বেগম মাতৃস্নেহে সকলের গলায় ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

পরে চেয়ারম্যান কাজী আবু শাহীনের সভাপতিতে সভায় বক্তব্য রাখেন নবনির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য পুতুল রানী সমাদ্দার, হোসনেয়ারা বেগম, ঝর্ণা বিশ্বাস, ইউপি সদস্য মেহেদী হাসান সবুজ মুন্সী, নাইম খান, গোলাম কিবরিয়া।

আরো পড়ুন :
মঙ্গলে দেড় ঘণ্টা ভূমিকম্প : রহস্য উন্মোচনে বিজ্ঞানীরা
দূর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

উপস্থিত ছিলেন ইউপি সদস্য মিল্লাত শেখ, বাকি বিল্লাহ, ওহিদ বিশ্বাস, দেবাশিষ রায়, বিকাশ মণ্ডল, বাসুদেব বালা। সভায় বক্তারা বলেন, আমরা নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান কাজী আবু শাহীনের নেতৃত্বে হিজলা ইউনিয়নকে মাদক ও দালালমুক্ত এবং জবাদিহিতামূলক একটি ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।

সেপ্টেম্বর  ২১.২০২১ at ১৭:৩০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সহেল সুমা/রারি