পাইকগাছার ৯ ইউপিতে জামানত হারাচ্ছেন যে ১৯ চেয়ারম্যান পদপ্রার্থী

ইউনিয়ন নির্বাচন
ছবি: প্রতীকী

প্রথম ধাপে সোমবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে খুলনার পাইকগাছা উপজেলার ৯টি ইউনিয়নে বিরামহীন বৃষ্টির মধ্যে দু’একটি বিছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এদিন উপজেলার ১০ টি ইউপির ৯ টিতে নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের ৭ জন ও ২ জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। তবে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে কম ভোট পাওয়ায় ৯টি ইউনিয়নের ১৯জন প্রার্থী জামানত হারাচ্ছেন।

খুলনার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এম মাজহারুল ইসলাম বলেন, নিয়ম অনুযায়ী নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রত্যেক প্রার্থীকে সরকারি কোষাগারে ৫ হাজার টাকা করে জামানত হিসেবে জমা দিতে হয়। সেই জামানতের টাকা ফেরত পেতে ওই ইউনিয়নের সব ভোটকেন্দ্রে (কাস্টিং ভোট) পড়া মোট ভোটের ৮ ভাগের ১ ভাগ বা ১২.৫ শতাংশ ভোট পেতে হয়।

উপজেলার এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, পাইকগাছা উপজেলার ৯ টি ইউনিয়নের ১৯ জন প্রার্থী জামানত হারাচ্ছেন।

এরমধ্যে চাঁদখালী ইউনিয়নের ৬ প্রার্থীর মধ্যে তিনজন জামানত হারাচ্ছেন। তারা হলেন, স্বতন্ত্র প্রার্থী মোস্তাফা গাউছল হক (মোটরসাইকেল), স্বতন্ত্র প্রার্থী আহসান উল্লাাহ (আনারস) ও ইসলামী আন্দোলনের প্রার্থী শফিকুল ইসলাম গাইন (হাতপাখা)। দেলুটি ইউনিয়নের তিন প্রার্থীর মধ্যে একজন জামানত হারাচ্ছেন। তিনি হলেন, স্বতন্ত্র প্রার্থী ভোলটন মণ্ডল (ঘোড়া)।

আরো পড়ুন :
প্রধানমন্ত্রীর নির্দেশনা মানছেন না বাংলাট্র্যাকের প্রধান নির্বাহী
দূর্গাপূজায় বেনাপোল বন্দর দিয়ে ২৩ ম.টন ইলিশ গেল ভারতে

গদাইপুর ইউনিয়নের ৫জন প্রার্থীর মধ্যে তিনজন জামানত হারাচ্ছেন। তারা হলেন, স্বতন্ত্র প্রার্থী কাজী আব্দুস সালাম (আনারস), স্বতন্ত্র প্রার্থী শেখ জাকির হোসেন (ঘোড়া) ও স্বতন্ত্র প্রার্থী শেখ সোহরাওয়ার্দ্দী (মোটরসাইকেল)।

গড়ুইখালী ইউনিয়নের ৬ প্রার্থীর মধ্যে তিনজন জামানত হারাচ্ছেন। তারা হলেন, স্বতন্ত্র প্রার্থী এবিএম এনামুল হক (মোটরসাইকেল), স্বতন্ত্র প্রার্থী গাজী মোস্তফা কামাল (ঘোড়া) ও ইসলামী আন্দোলনের প্রার্থী ফারুক হোসেন মোড়ল (হাতপাখা)। কপিলমুনি ইউনিয়নের ৬ প্রার্থীর মধ্যে চারজন জামানত হারাচ্ছেন। তারা হলেন, স্বতন্ত্র প্রার্থী আছাদুল বিশ্বাস (ঘোড়া), ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুর রব (হাতপাখা), জাকের পার্টির প্রার্থী শেখ ইফতেখার আল মামুন সুমন (গোলাপ ফুল) ও স্বতন্ত্র প্রার্থী শেখ নাজমুল হোসেন (মোটরসাইকেল)।

লস্কর ইউনিয়নের চার প্রার্থীর মধ্যে একজন জামানত হারাচ্ছেন। তিনি হলেন, স্বতন্ত্র প্রার্থী ননী গোপাল মন্ডল (ঘোড়া)। লতা ইউনিয়নের ৩ প্রার্থীর মধ্যে একজন জামানত হারাচ্ছেন। তিনি হলেন, ইসলামী আন্দোলনের প্রার্থী অলি সরদার (হাতপাখা)। রাড়ুলী ইউনিয়নের ৩ প্রার্থীর মধ্যে একজন জামানত হারাচ্ছেন। তিনি হলেন, স্বতন্ত্র প্রার্থী আব্দুল মজিদ গোলদার (আনারস)।

সোলাদানা ইউনিয়নের ৪ প্রার্থীর মধ্যে দুইজন জামানত হারাচ্ছেন। তারা হলেন, জাকের পার্টির প্রার্থী ইয়াসির আরাফাত (গোলাপ ফুল) ও ইসলামী আন্দোলনের প্রার্থী নুরুল ইসলাম গাজী (হাতপাখা) ।

সেপ্টেম্বর  ২২.২০২১ at ১৯:৫৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শেনাশা/রারি