গাইবান্ধা পৌর ঘাঘট লেক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন : গিনি

গাইবান্ধা এলজিইডির বাস্তবায়নে সোমবার গাইবান্ধা শহরের নতুন ব্রীজ সংলগ্ন পুরাতন ঘাঘট নদীর অংশে দুটি কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।

এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুর রাফিউল আলম, গাইবান্ধা পৌরসভার মেয়র মো. মতলুবর রহমান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহসান কবির, এলজিইডির উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ মোল্লা, উপজেলা ইঞ্জিনিয়ার সুলতান মাহমুদ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, সদর থানা অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমান, নির্মাণকারী খায়রুল কবির রানা, ঠিকাদারি প্রতিষ্ঠান ঠিকাদার মোস্তাক আহমেদ রঞ্জু, সাদুল্যাপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম খাদেমুল ইসলাম খুদি, ঠিকাদার মো: আমির হোসেন সোহেল প্রমুখ। উদ্বোধন শেষে দোওয়া করা হয়।

আরো পড়ুন :
রাত পোহালে টইটং ইউপির নির্বাচন কে হচ্ছেন এ ইউনিয়নের অভিভাবক!
টাইপ না করেই মেসেজ পাঠাতে পারবেন

উল্লেখ্য, সুইসগেট গেট নির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৩৪ লাখ টাকা। ফুটপাত নির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৬৮ লাখ টাকা।

সেপ্টেম্বর  ২০.২০২১ at ১৬:৩০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সুকুব/রারি