পাইকগাছায় বিরামহীন বৃষ্টিপাতে জনজীবন ব্যাহত

পাইকগাছায় বৈরী আবহাওয়া ও দুইদিন বিরামহীন ভারি বৃষ্টিপাতে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। তলিয়ে গেছে নীচু এলাকা, ফসলের ক্ষেত, সহ পৌরসভার বিভিন্ন সড়ক।

বৈরী আবহাওয়ার প্রভাবে সোমবার রাত থেকে মঙ্গলবার ও বুধবার সারাদিন ভারি বৃষ্টিপাত হয়। এতে স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত হয়। মানুষ ঘরথেকে তেমন বের হতে পারেনি। নিন্ম আয়ের ও শ্রমজীবী মানুষ চরম বিপাকে পড়েন।

আরো পড়ুন :
হৃদরোগ পরিক্ষা করতে বুড়ো আঙুলের ব্যাবহার
ঘুষ চাওয়ায় তাড়াশের স্যানিটারি ইন্সেপেক্টরকে গণধোলাই

ভারি বৃষ্টিপাতের ফলে পৌরসভার সরলও বাতিখালী সহ বিভিন্ন এলাকার অভ্যন্তরীন সড়ক তলিয়ে গিয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে চলাচলে সাধারণ মানুষে চরম ভোগান্তি হয়।

সেপ্টেম্বর  ১৫.২০২১ at ১৫:৫০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ইহ/রারি