সাভারে রিকশা চালকের মরদেহ উদ্ধার

সাভারে রাজা বাবু (৩৫) নামে এক রিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের করার জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে আড়াপাড়া এলাকার কামাল গার্মেন্টস সংলগ্ন সারোয়ার ভান্ডারির বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাজা বাবু ওই এলাকার বাবু লালের ছেলে। তিনি ওই এলাকার সারোয়ার ভান্ডারির বাড়িতে ভাড়া থাকতো। তিনি পেশায় একজন রিকশাচালক ছিলেন।

প্রত্যক্ষদর্শী নেপাল দাশ জানান, আমি ওই দেয়ালের পাশের রাস্তা দিয়ে রিকশা চালিয়ে যাচ্ছিলাম। এসময় দেয়ালের সামনে রহস্যজনক ভাবে রাজাকে দাঁড়িয়ে থাকতে দেখি। কাছে গিয়ে দেখি তার গলায় রশি। তবে রাজার দুই পা মাটিতে ছিল এবং দাঁড়ানোর ছিলো। পরে ডাক চিৎকার করলে স্থানীয়রা এসে গলার রশি কেটে তাকে মাটিতে নামায়।

আরো পড়ুন :
ঝালকাঠিতে নিখোঁজের দুইদিন পর মাঝির লাশ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী শরীফ স্কুলে ভর্তির দাবিতে বেছে নিয়েছে অনশনের পথ

এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন আহম্মেদ বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। বিভিন্ন লোক বিভিন্ন কথা বলছে আসলে ময়না তদন্তের প্রতিবেদন পাওয়া গেলেই বুঝা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।

সেপ্টেম্বর  ১০.২০২১ at ১৯:৪০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সাহো/রারি