ঝালকাঠিতে নিখোঁজের দুইদিন পর মাঝির লাশ উদ্ধার

ঝালকাঠির রাজাপুরে নিখোঁজের দুইদিন পরে খেয়া মাঝি মো. সামসুল হক হাওলাদার (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী ব্যাপারীপাড়া এলাকার খাল থেকে উদ্ধার করা হয়। সামসুল হক উপজেলার দক্ষিন বড়ইয়া (কলাকোপা) এলাকার মৃত সৈজদ্দীন হাওলাদারের ছেলে। সামসুল হকের বড় ছেলে রাজিব হাওলাদার ও ভাইয়ের ছেলে আব্দুস ছালাম হাওলাদার লাশ শনাক্ত করেছে।

জানাগেছে, সামসুল হক মৃগী রোগী ছিল। গত (৮সেপ্টেম্বর) বুধবার দুপুরে কলাকোপা খেয়া ঘাটে নৌকা থেকে জাঙ্গালিয়া নদীতে পড়ে নিখোঁজ হয়। খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনা স্থলে গিয়ে উদ্ধার অভিযান চালিয়ে ব্যর্থ হয়। শুক্রবার সকালে পুটিয়াখালীর ব্যাপারীপাড়া এলাকার খালে মৃত দেহ ভাসতে দেখে স্থানীয়রা রাজাপুর থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

আরো পড়ুন :
নারী শ্রমিককে লাঞ্ছিত করার অভিযোগ, বিজিবির দাবী বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত
ভেঙে পরল আমিনবাজারের বেইলি ব্রিজ

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, সামসুল হকের পরিবার তার লাশ শনাক্ত করেছে। তাদের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সেপ্টেম্বর  ১০.২০২১ at ১৫:২০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মোনা/রারি