ভূঞাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যানের (ভারপ্রাপ্ত) দায়িত্বভার গ্রহণ করেছেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি।

বুধবার (৮ সেপ্টেম্বর) ভূঞাপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি।

উপজেলা পরিষদের কার্যক্রম স্বাভাবিক রাখতে উপজেলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনিকে উপজেলা পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান ও উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবুকে দ্বিতীয় প্যানেল চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়। গত শনিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মমতাজ বেগমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইশরাত জাহান।

অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম মোহন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, জেলা পরিষদের সম্মানিত সদস্য আজহারুল ইসলাম আজহার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার জাহিদ হাসানসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

আরো পড়ুন :
পেকুয়ায় পুকুর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
সুলতানাবাদ ইউনিয়নের জনগন আবু বকর সিদ্দিক খোকনকে চেয়ারম্যান হিসাবে দেখতে চায়

উল্লেখ্য, গত ৩০ জুলাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হালিম এ্যাডভোকেট মৃত্যুবরণ করায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদটি শূণ্য হয়। শূন্যপদ পূরণের লক্ষে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনিকে আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়।

সেপ্টেম্বর  ০৮.২০২১ at ১৯:৪০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মাহামা/রারি