গাইবান্ধায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালন

গাইবান্ধা জেলা প্রশাসন ও পুজা উদযাপন পরিষদ, গাইবান্ধার সহযোগিতায় সোমবার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে স্থানীয় কালেক্টরেট সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন।

আরো পড়ুন:
কম্পিউটার স্লো হয়ে গেলে যা করবেন
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৮ ধরনের ৪৫ পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট গাইবান্ধার সহকারি পরিচালক মো. হামিদুর রহমান, গাইবান্ধা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস, পুজা উদযাপন পরিষদের গাইবান্ধা জেলা সভাপতি রণজিৎ বকসী সূর্য্য, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি পরেশ চন্দ্র সরকার, দৈনিক জনসংকেতের সম্পাদক দীপক কুমার পাল, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি উজ্জল চক্রবর্ত্তী, সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুজন প্রসাদ, পুরোহিত কল্যাণ পরিষদের উপদেষ্টা কালিপদ মূখার্জী প্রমুখ। পরে প্রার্থনা অনুষ্ঠিত হয়।

আগস্ট ৩০.২০২১ at ১৬:২৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সকব/জআ