সাপের কামড়ে শিশুর মৃত্যু

ঝিনাইদহের কোটচাঁদপুরে সাপের কামড়ে নাঈম হোসেন নামে (১ম শ্রেণীতে পড়ুয়া) ৯ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্য হয়েছে।

মঙ্গলবার (৩ জুলাই) সকাল ৯ টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মুত্যু হয়। নিহত নাঈম হোসেন উপজেলার দোড়া ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মসজিদ পাড়ার ফারুন হোসেন কালুর ছেলে।

আরো পড়ুন:
পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত জবির প্রক্টর মোস্তফা কামাল
দেড় শতাধিক কর্মহীন, দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে উদীচী যশোরের “ফ্রি বাজার”

স্থানীয়রা জানায়, সোমবার রাতে শিশু নাঈম বাড়িতে তার বাবা মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল। রাতের কোন এক সময় নাঈমকে সাপে কামড় দেয়। রাত ২ টার দিকে শিশুটি মুখে ফেনা তুলতে থাকে। রাতেই পরিবারের সদস্যরা তাকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসে।

অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩ জুলাই) সকাল ৯ টার দিকে তার মুত্যু হয়। এঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আগষ্ট ০৩.২০২১ at ১৬:১২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এর/জআ