দেড় শতাধিক কর্মহীন, দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে উদীচী যশোরের “ফ্রি বাজার”

দেড় শতাধিক কর্মহীন, দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে উদীচী যশোর জেলা সংসদের উদ্যেগে “ফ্রি বাজার” প্রদান করা হয়েছে। উদীচী শিল্পীগোষ্ঠী, যশোর জেলা সংসদের মানবিক সহায়তা তহবিল পরিচালনা কমিটির উদ্যোগে মঙ্গলবার সকালে যশোর উদীচী প্রাঙ্গণে এ সহায়তা প্রদান করা হয়।

প্রত্যেককে ২ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি বেগুন, ১ কেজি কঁচুরমুখী, ১ কেজি পটল, ১ কেজি লাউ ও ১ কেজি ওজনের ১ টি পাঙ্গাস মাছ বিতরণ করা হয়।

করোনাকালীন এই অতিমারীর সময় কর্মহীন, দুঃস্হ ও অসহায় মানুষদের জন্য উদীচী, যশোরের এই ক্ষুদ্র প্রয়াস আগামীতেও অব্যাহত থাকবে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উক্ত “ফ্রি বাজার” বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন উদীচী যশোর জেলা সংসদের উপদেষ্টা একরাম-উদ-দ্দৌলা, খন্দকর আজিজুল হক মোল্লা, এ্যাড. রবিউল আলম, এ্যাড.আবুল হোসেন, ডা. ইয়াকুব আলী মোল্লা, উদীচী যশোরের সহ-সভাপতি রজিবুল ইসলাম টিলন ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খাঁন বিপ্লব এবং মানবিক সহায়তা তহবিল পরিচলনা কমিটির আহবায়ক জন দিলিপ দাস প্রমুখ।

আগষ্ট ০৩.২০২১ at  : :০০ (GMT+06)
দেশদর্পণ/আক/জআ