বঙ্গবন্ধু’র খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবি করেন বিপুল

যশোর সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল বঙ্গবন্ধু’র খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবি করেন। রবিবার (১ আগস্ট) কচুয়া ইউনিয়নের মনসেফপুর পথের বাজারে ৪৬তম জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু’র শাহাদত বার্ষিকীর আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি করেন।

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সদর উপজেলা সভাপতি সাহের খান রবির সভাপতিত্বে তিনি বলেন, দেশে নতুন করে আর কোন ষড়যন্ত্র করার সুযোগ দেয়া হবে না। ১৫ আগস্টের খুনি ও তাদের দোসর জামায়াত-বিএনপিকে রুখতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সব সময় প্রস্তুত থাকতে হবে। কোন অপশক্তিকে ছাড় দেয়া হবে। যারা বঙ্গবন্ধু’র সোনার বাংলাদেশে অশান্তি সৃষ্টি করতে চাই তাদের দাঁত ভাঙ্গা জবাব দেয়ার জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে।

গণভোজ বিতরণে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি দাউদ হোসেন দফাদার, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন ও লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন।

বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের শ্রম ও কল্যাণ বিষয়ক সম্পাদক সেলিম রেজা পান্নু, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মাজহারুল ইসলাম মাজহার, যুগ্ম-আহবায়ক শহীদুজ্জামান শহীদ, দেয়াড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক জাফর ইকবাল।

কচুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মুক্ত খানের সঞ্চলনায় এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আবু মুসা মধু, সদর উপজেলা যুবলীগের সদস্য আসাদুজ্জামান আসাদ, কচুয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক ইশারত আলী, যুগ্ম-আহবায়ক অহিদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বিএম জাকির হোসেন, সাবেক সহ-সভাপতি জাবের হোসেন জাহিদ, বর্তমান সহ-সভাপদি রুহুল কুদ্দুস, শহর মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক তসিকুর রহমান রাসেল, সদর উপজেলা ছাত্রলীগের সদস্য ইমরান আলী, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম শফিক প্রমুখ।

আরো পড়ুন :
থানচিতে ১৬ হাজার ৮০ জনকে করোনা টিকা দেয়ার প্রস্তুতি
কাজিপুরে পল্লি সঞ্চয় ব্যাংকের ১৯শত গ্রাহক ঋন পরিশোধ করে না

আলোচনা সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন লেবুতলা ইউনিয়নের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন।

জুলাই ০১.২০২১ at ২০:১০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর