গাইবান্ধায় করোনায় কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

করোনাকালে কর্মহীন হয়ে পড়া দোকান কর্মচারী ও ইলেকট্রিশিয়ানদের মধ্যে মঙ্গলবার গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে খাদ্য সহায়তা প্রদান করা হয়। সদর উপজেলার ২শ’ জন দোকান কর্মচারী ও ইলেকট্রিশিয়ান এই ত্রাণ সহায়তা পায়। প্রতিজনকে সাড়ে ১৬ কেজি ওজনের খাদ্য সামগ্রীর একটি প্যাকেজ প্রদান করা হয়। এই ত্রাণ প্যাকেজের মধ্যে ছিল- চাল, ডাল, তেল, লবণ, চিনি, আটা।

ত্রাণ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুর রাফিউল আলম, জেলা ত্রাণ কর্মকর্তা মো. ইদ্রিস আলী সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনিছুর রহমান, দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকছুদার রহমান শাহান প্রমুখ।

জুলাই ২৭.২০২১ at ১৫:৩৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সুকুব/এইচআর