১৪ দিনের ব্যবধানে করোনায় আক্রান্ত হয়ে মসজিদ কমিটির সভাপতি ও ক্যাশিয়ারের মৃত্যু

মহামারী করোনার ভাইরাসের ভয়াল থাবায় দিন দিন ভারী হচ্ছে মৃত্যুর মিছিল, যান্ত্রিক সভ্যতার সকল আধুনিকায়ন যেন মুখথুবড়ে পড়েছে, ডাক্তার, স্বাস্থ্য কর্মীদের শতচেষ্টা সত্ত্বেও মানুষের মৃত্যু’র স্রোত থামানো যাচ্ছে না। সারাদেশের মত ঝিনাইদহে প্রতিদিন মৃত্যুর হার বেড়ে চলেছে।

কয়েকদিন আগে শৈলকুপা উপজেলায় একই পরিবারের তিন জনের মৃত্যুর খবরে সর্ব মহলে শোকের ছায়া নেমে আসে, ঝিনাইদহ পৌর এলাকার ইসলাম পাড়া করোনা ভাইরাসের হটস্পট হিসাবে চিন্তিত হয়েছে, এই এলাকার অধিকাংশ মানুষের ভেতরে করোনা ভাইরাসের উপসর্গ রয়েছে, এই এলাকায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হন ইসলাম পাড়া জামে মসজিদের ক্যাশিয়ার মোস্তাফিজুর রহমান স্বপন, ৯ দিন অসুস্থ থাকার পর গত মাসের ২৬ তারিখ তিনি মৃত্যুবরণ করেন, এর একই মসজিদ কমিটির সভাপতি হাশেম আলী চলতি মাসের ৪ তারিখ করোনা উপসর্গ নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হন, পাঁচ দিনের মাথায় ৯ তারিখ শুক্রবার ভোর পাঁচটার সময় তিনি মৃত্যুবরন করেন, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো পড়ুন:
উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাফিনের উদ্যোগ

ইসলাম পাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক তৌহিদ হাসান জানান, আমাদের পাড়ার অবস্থা খুবই নাজুক পাড়ার অধিকাংশ মানুষের সর্দি-জ্বর সহ করোনা ভাইরাসের উপসর্গ রয়েছে সরকারের লকডাউন সহ বিভিন্ন বিধিনিষেধ মানলে এই অবস্থার উন্নতি হবে বলে মনে করি।

জুলাই,০৯.২০২১ at ১৭:০০:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমটি/এসআর