ঘোড়াঘাটে ফেন্সিডিলের গড়াগড়ি

দিনাজপুরের ঘোড়াঘাটে ফেন্সিডিল কাড়াকাড়ি। হরিলুটে মানুষের গড়াগড়ি। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১০ টায় দিকে ২ জন মাদক ব্যবসায়ী মোটরসাইকেল যোগে দ্রুত গতিতে বিরামপুরের দিক থেকে রাণীগঞ্জ বাজারের দিকে আসছিল।

মোটরসাইকেলটি রাণীগঞ্জ বাজারে মহিলা কলেজ মোড়ে পৌছালে পিছন দিক থেকে অপর একটি মোটরসাইকেল আরোহী ফেন্সিডিল বহনকারী মোটরসাইকেলটিকে ধাওয়া করে অতিক্রম করতে গিয়ে মুখো মুখী সংঘর্ষ হয়।

এ সময় ২ মোটরসাইকেলের চালক ছিটকে পড়ে যায়। রাস্তায় পথচারীরা ঘটনাস্থলে এগিয়ে এসে মোটরসাইকেল ২টি উদ্ধার করে।ওই সময় ধাওয়াকারী মোটরসাইকেল চালক ঘটনাস্থল থেকে মোটরসাইকেল নিয়ে তরিঘরি পালিয়ে যায়।

অপর ফেন্সিডিল বহনকারী মোটরসাইকেলে রাখা একটি বড় ট্রাভেল ব্যাগ খুলে জনগণ দেখে তাতে ফেন্সিডিল ভর্তি রয়েছে।পথচারীরা মুহুর্তের মধ্যে ফেন্সিডিল গুলি হরিলুট করে নিয়ে যায়। ওই কতিপয় যুবক মোটরসাইকেলের ছিট খুলে সেখান থেকেও বেশ কিছু ফেন্সিডিল উদ্ধার করে নিয়ে যায়।

আরো পড়ুন:
মতলব উত্তরে কলাকান্দা ইউনিয়নে ৫’শ পরিবারকে নগদ অর্থ বিতরণ
চৌগাছায় ভ্রাম্যমান আদালতের তিন ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা

এসময় সেখানে প্রায় ২’শ লোকের সমাগম দেখে ফেন্সিডিল মালিক তার হেলমেটটি নিয়ে মোটরসাইকেল ফেলে রেখেই পালিয়ে যায়।বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন জানান, তিনি লোক মুখে বিষয়টি শুনেছেন তাদের দেয়া তথ্য অনুযায়ী জনৈক এক ব্যক্তির বাড়ি থেকে মোটর সাইকেল উদ্বার করে থানায় নেয়া হয়েছে।তবে মোটর সাইকেল মালিকের সন্ধান পাওয়া যায়নি।