নরসিংদীতে কাভার্ডভ্যানের চাপায় নিহত ২

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় অটোরিক্সা চালক ও যাত্রীসহ দুইজন নিহত হয়েছে। আজ সকাল ১০টার দিকে সদর উপজেলার মাধবদী থানাধীন কান্দাইল বাসস্ট্যান্ডে এই দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অটোরিক্সা চালক কান্দাইল এলাকার জামান মিয়ার ছেলে সাব্বির হোসেন (২০) ও কিশোরগঞ্জ বাজিতপুরের নূরুল ইসলামের ছেলে ফারিকুল ইসলাম (২১)। মাধবদী থানার উপপরিদর্শক মো. মাহবুবুল হক রনি এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আজ সকাল ১০টার দিকে একজন যাত্রী নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল বাসস্ট্যান্ডে একটি অটোরিক্সা অবস্থান করছিলো। এসময় নরসিংদীগামী একটি কাভার্ডভ্যান কান্দাইল বাসস্ট্যান্ডে পৌঁছলে কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অটোরিক্সার উপরে পরে যায়।

আরো পড়ুন:
ফুলবাড়ীতে বৃষ্টিতে বিপর্যস্ত কাঁচাবাজার পরিদর্শন করলেন মেয়র মাহমুদ আলম লিটন
লালপুরে লকডাউনের দ্বিতীয় দিনেও কঠোর অবস্থানে প্রশাসন

এসময় উল্টে যাওয়া কাভার্ডভ্যানের চাপায় অটোরিক্সা চালক ও যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সাভির্সের টিম ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে। নিহতদের মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এই ঘটনায় কাভার্ডভ্যান চালক পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।