দিনাজপুরে লকডাউন কার্যকরে টহল জন সচেতনায় কাজ করছে বিভিন্ন বাহিনী

দেশজুড়ে লকডাউনের দ্বিতীয় দিনে গেল ২৪ ঘন্টায় দিনাজপুর সদরে আরো ৩জনের করোনা পজেটিভে মৃত্যু ঘটেছে। এনিয়ে সদরে ৯৩জনসহ দিনাজপুরে মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ১৭৪জনে। গেল ২৪ ঘন্টায় ২৮৩ নমূনা পরীক্ষায় ১০৩ জনের করোনা শনাক্তি চিহ্নিত হয়েছে।

শনাক্তের হার আরো কিছুটা কমে ৩৬ দশমিক ৩৯ শতাংশে নেমেছে। গতকাল বৃহস্পতিবার শনাক্তের হার ছিল ৩৮ দশমিক ২২শতাংশ আগের দিন বুধবার ওই হার ছিল ৪৩ দশমিক ০৩ শতাংশের মধ্যে।

নতুন শনাক্ত ১০৩ জনের মধ্যে সদরে ১২২জনের নমূনায় ৫৩জন, বীরগঞ্জে ৪২ জনের নমূনায় ১০, হাকিমপুর এবং বিরলে ৯জনের করোনা শনাক্ত হয়েছে।এদিকে করোনার বিস্তার রোধে দেশজুড়ে চলা লকডাউনের আজ শুক্রবার দ্বিতীয় দিনের মত সড়কে সড়কে টহলের পাশাপাশি জন সচেতনামূলক তৎপরতা চালাচ্ছে বিভিন্ন বাহিনীর সদস্যরা।

আরো পড়ুন:
লকডাউনের মাঝেও মাইকিং করে অসুস্থ গরুর মাংস বিক্রি
তাহিরপুর প্রেমিকের সাথে অজানা উদ্দেশ্যে প্রেমিকা, সে অপরাধে প্রেমিকের বাবা জেলে

কঁচা বাজারে কেনাকাটাসহ বিভিন্ন কারন দেখিয়ে রাস্তায় চলাচল করছে ব্যাটারি চালিত ইজিবাইক মোটর সাইকেলসহ বিভিন্ন ধরনের বাহন। তবে কঠোর শাস্তির বদলে স্বাস্থ্য বিধি অনুসরন করতে জনগনকে উদ্ধুদ্ধ করছেন তারা।