শিবগঞ্জে ইউএনও কর্তৃক সরকারি নিদের্শ মেনে চলার আহ্বান

করোনা ভাইরাস থেকে বগুড়ার শিবগঞ্জ উপজেলা বাসিকে বাঁচানোর জন্য উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা আজ সোমবার উপজেলার মোকামতলা, মহাস্থান, আমতলী, শিবগঞ্জ সদর সহ বিভিন্ন বন্দরে হ্যান্ড মাইক দ্বারা সর্তক করছেন ।

সকল পেশা জীবী মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকতে সরকারি নিদের্শনা মেনে ঘরে অবস্থান নেওয়ার জন্য। যারা বিনা প্রয়োজনে ঘর হতে বের হয়ে অযথা চলাফেরা করবে এবং সরকারি নিদের্শনা অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন:
প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির অপরাধে ঘোড়াঘাটে এক যুবক গ্রেপ্তার
রামেক হাসপাতালের করোনায় আরও ১৪ মৃত্যু

ইতিপূর্বে তিনি শিবগঞ্জ উপজেলা বাসীকে সুরক্ষিত রাখতে, উপজেলা সীমান্তবর্তী ৭টি ইউনিয়নের প্রবেশ দাড় রাস্তায় বাঁশ দিয়ে বেরিগেট দিয়েছেন। যাতে করে মহামারী করোনাভাইরাসের উর্দ্ধমুখী প্রবণতা ও ভারতীয় ভেরিয়েন্ট শিবগঞ্জ উপজেলায় প্রভাব ফেলতে না পারে।