জীবননগরে লকডাউন অমান্য করায় ৯ জনকে জরিমানা

জীবননগরে লকডাউন অমান্য করায় ৯ জনকে ৭ হাজার ১০০ টাকা জরিমানা ও ১ জনকে ৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। বৃহস্রতিবার (২৪ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত জীবননগর শহর ও হাসাদহ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মুনিম লিংকন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত সুত্র থেকে জানা গেছে, অভিযান চলাকালে স্বাস্থ্যবিধি এবং করোনাকালে বিধিনিষেধ অমান্যকরণের দায়ে ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮’ এবং ‘দণ্ডবিধি, ১৮৬০’ এর সংশ্লিষ্ট ধারার ৯ জনকে ৭ হাজার ১০০ টাকা জরিমানা ও পৌর এলাকার রাজনগর পাড়ার আব্দুল খালেকের ছেলে তোতা মিয়াকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

আরো পড়ুন:
করোনা ঝুঁকিতেও নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফরা
ঝিনাইদহ সদর হাসপাতালে করোনা রোগীর ভিড়

উল্লেখ্য, সম্প্রতি চুয়াডাঙ্গা জীবননগর উপজেলায় করোনাভাইরাস সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় গত ২৩ জুন থেকে আগামী ৩০ জুন পর্যন্ত ৭ দিনের লকডাউন জারি করা হয়েছে।