মানবতার সেবায় এগিয়ে চলেছে পাইকগাছার বাঁকা ব্লাডব্যাংক

একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বন্ধন” প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৫ সালে মাত্র ২ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করেছিল বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন “বাঁকা ব্লাড ব্যাংক”। খুলনার পাইকগাছা উপজেলার নিভৃত পল্লীর বাঁকা বাজারে স্থাপিত হয় সংগঠনটি। প্রতিষ্ঠার ৩ মাসে এর সদস্য সংখ্যা দাঁড়ায় মাত্র ১০ জনে। তবে অবিশ্বাস্য হলেও মাত্র ক’বছরে সংগঠনের প্রতিজন সদস্যের মানবিক কার্যক্রমে এলাকার গন্ডি পেরিয়ে পাশ্চাত্য এলাকায়ও দারুনভাবে প্রশংসিত হযেছে, বৃদ্ধি পেয়েছে এর ব্যাপকতা।

বাঁকা ব্লাড ব্যাংক নামের সংগঠনটির যাত্রা শুরু উপজেলার অজ পাড়াগাঁয়ে হলেও বর্তমানে এর কার্যক্রম দু’টি (খুলনা-সাতক্ষীরা) জেলার বিভিন্ন উপজেলার প্রত্যন্ত অঞ্চলে পৌছে গেছে। পরিচিতির কারণে ব্যস্ততাও বেড়েছে প্রত্যেকজন সদস্যের। জরুরী প্রয়োজনে তারা রক্ত দানে ছুটে চলেছেন গন্ডি পেরিয়ে এপ্রান্ত থেকে ও প্রান্ত।

সংগঠনের অধিকাংশ সদস্যই ছাত্র ও চাকুরিজীবি। যার প্রেক্ষিতে তাদের অবস্থান ও পদচারনা পাশ্চাত্য জেলার বিভিন্ন এলাকায় হওয়ায় তাদের খুলনা কিংবা সাতক্ষীরার যেকোন ক্লিনিক বা হাসপাতালে ছুটে যেতে খুব বেশি সমস্যা হয়না। এমনকি দেশের যেকোন প্রান্তে রোগী থাকলেও সংগঠনের সাথে যোগাযোগ করলে তারা রক্তের ব্যবস্থা করে থাকে।

বর্তমানে সংগঠনের সদস্য সংখ্যা ৩৫০ জনের মত ( রেগুলার )। এখন পর্যন্ত সংগঠনের ব্যানারে এর সদস্যরা প্রায় ১১০০ শ’ মূমুর্ষ রোগীকে জরুরী ভিত্তিতে রক্তদানের মাধ্যমে সহায়তা করে চলেছেন। সংগঠনটি সম্পূর্ণ বিনা মূল্যে তাদের রক্তদান করেছেন।
নিভৃত পল্লীর অজপাড়াগাঁ থেকে অঙ্কুরিত মানবতার সেবায় গড়ে ওঠা বাঁকাব্লাড ব্যাংকটি এগিয়ে চলেছে তার আপন গতিতে। তাদের এগিয়ে চলা অব্যাহত থাকুক। সংগঠনের সদস্যরা সম্প্রসারিত হয়ে ছড়িয়ে পড়–ক দেশময়। এমন প্রত্যাশা উপকারভোগীদের পাশাপাশি গোটা উপজেলাবাসীর।

জুন ২২.২০২১ at ১৬:০৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/নাশা/এইচআর