হাতীবান্ধায় চা চাষে উৎসাহ প্রদান বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

‘উন্নত জ্ঞান উন্নত চা’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়ায় চা চাষে উৎসাহ প্রদান বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়।

বুধবার (১৬ জুন) সকাল ১১টায় উপজেলার দইখাওয়ায় বাংলাদেশ চা বোর্ড, লালমনিরহাট চা প্রকল্প হাতীবান্ধা এর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অধ্যক্ষ ধনঞ্জয় কুমার রায় (বিপুল) এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন।

আরো পড়ুন:
লালপুরে কৃষকের আত্মহত্যা!

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওদাবাস ইউপি চেয়ারম্যান অশ্বিনী কুমার বসুনিয়া, ভেলাগুড়ি ইউপি চেয়ারম্যান মহির উদ্দিন, গোতামারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হক মঞ্জু, গোতামারী ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কাসেম মিয়া ও প্যানেল চেয়ারম্যান নারায়ণ চন্দ্র রায়, বাংলাদেশ চা বোর্ড হাতীবান্ধা উপজেলার প্রকল্প পরিচালক আরিফ খান। উক্ত সভায় উপজেলার বিভিন্ন চা চাষি ও চা চাষে আগ্রহী কৃষকগণ উপস্থিত ছিলেন।

জুন ,১৬.২০২১ at ১৯:৪৪:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/কেএস/এসআর