শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৮ জুন) বেলা ১১টায় জামতলায় সাধারণ শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।

সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক দীপক রায়, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি ওয়ারেছ সরকার, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের জেলা সংগঠক সামিম আরা মিনা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দারিয়াপুর অঞ্চল শাখার সংগঠক বিজয়া প্রমুখ।

আরো পড়ুন:
ফুলবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ছয় জুয়াড়ি আটক

বক্তারা বলেন, সবকিছু থেকে লকডাউন তুলে নেয়া হলেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। তাই তারা শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান। সেইসাথে করোনাকালীন শিক্ষার্থীদের বেতন-ফি মওকুফের সরকারি ঘোষণা এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারীদের জন্য প্রণোদনা দাবি করেন।