কাজিপুরে বহুল প্রত্যাশিত বানিয়াজান খাল খননকাজ উদ্বোধন

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কাজিপুরে শুরু হয়েছে বানিয়াজান খাল খনন কাজ। রবিবার ( ৬ জুন) দুপুরে উপজেলার আলমপুর মধ্যপাড়ায় এই খাল খননের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী।

এই মৌসুমে কাজিপুরের এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয় এই কাজে বরাদ্দের ব্যবস্থা করার পাশাপাশি দ্রুত কাজ শেষ করতে নির্দেশনা দিয়েছেন। তার নির্বাচনী প্রধান এজেন্ডা ছিল কাজিপুরের জলাবদ্ধতা নিরসন।

বিএডিসির (পানাসি) তত্বাবধানে এই খালটির প্রথম পর্যায়ে কাজ হচ্ছে ৬.৮৫ কিলোমিটার। এর মধ্যে রয়েছে মাথাইল চাপড় অংশে .৪৩০ কিলোমিটার, বরইতলা অংশে ২.২৫ কিলোমিটার এবং দুবলাই অংশে ৩.২০ কিলো মিটার।

আরো পড়ুন:
লালপুরে সাবেক সংসদ শহীদ মমতাজ উদ্দিনের ১৮তম শাহাদাৎ বার্ষিকী
সিলেটের জৈন্তাপুরে ধ্বংসের মুখে জীববৈচিত্র্য
বদলগাছীতে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন

উদ্বোধকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান, বিএডিসির নির্বাহী প্রকৌশলী মাজুদ আলম, সহকারি প্রকৌশলী মিজানুর রহমান, ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রধান লিটন মিয়া প্রমূখ।

জুন, ০৬, ২০২১ at ১৭:০৯:৪২ (GMT+06)
দেশদর্পণ/এএসসি/এসআর/এমআরএইচ