পলাশবাড়ীতে কমিউনিস্ট পার্টির পথসভা অনুষ্ঠিত

স্বাস্থ্যখাতে অনিয়ম-দুর্নীতি-লুটপাট বন্ধের দাবিতে এবং ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, পলাশবাড়ী উপজেলা কমিটির উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ মে) বিকেল ৪টায় পলাশবাড়ী চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সিপিবি পলাশবাড়ী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্যাহ আদিল নান্নু, জেলা ক্ষেতমজুর নেতা এমদাদুল হক মিলন, উপজেলা সিপিবি’র সদস্য সাজু মাস্টার, ছাত্র নেতা ওয়ারেছ সরকার প্রমুখ।

আরো পড়ুন:
রূপগঞ্জে পুলিশ পরিদর্শকসহ ব্যবসায়ীকে হুমকি

বক্তারা বলেন, সরকার স্বাস্থ্যখাতের দুর্নীতিবাজদের না ধরে দুর্নীতির বিরুদ্ধে রিপোর্ট করা সাংবাদিকের নির্যাতন করছে। তারা ডিজিটাল নিরাপত্তা আইনের বাতিল দাবি করেন। সেইসাথে ফিলিস্তিনে ইসরাইলি হামলার নিন্দা জানান। তারা আসন্ন বাজেটে করোনায় ক্ষতিগ্রস্ত শ্রমজীবী মানুষের জন্য বিশেষ বরাদ্দ দেয়ারও দাবি করেন।

এর আগে বেলা ২টায় পার্টির একটি কর্মীসভা কমরেড আদিল নান্নুর বাড়ীতে অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি সৈয়দ মাহমুদুল হক এর সভাপতিত্বে জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।