পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি ৭ দিন বন্ধ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম সাতদিনের জন্য বন্ধ ঘোষণা করেছে আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন।

শনিবার (২৯ মে) দিনগত রাতে পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা এর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:
সেতু আছে, চলাচলের রাস্তা নাই

বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৫ মে) বাংলাবান্ধা স্থলবন্দরে আলোচনা অনুষ্ঠিত হয়।এতে এলাকার ব্যবসায়ী,বন্দর শ্রমিক,জনপ্রতিনিধি, স্থানীয়রা বলেন ভারত, নেপাল এবং ভুটানে আমদানি-রপ্তানি হয়ে আসছে এতে করে বাংলাদেশ করোনার ভাইরাস বিস্তার করতে পারে। করোনা ভাইরাসের প্রভাবে পঞ্চগড়সহ দেশে ঝুঁকিতে আছে মানুষ তাই করোনা পরিস্থিতি সতর্কতায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে,আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা জানায়, রবিবার(৩০ মে) থেকে আগামী বৃহস্পতিবার (৩ জুন) পর্যন্ত ৬ দিন এবং শুক্রবার সরকারি ছুটি হওয়ায় ১ দিনসহ মোট ৭দিন বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।