পাইকগাছা পৌর সদর জোয়ারের পানিতে প্লাবিত: কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ

অ-স্বাভাবিক জোয়ারের পানি বৃদ্ধি ও পৌরসভার শহর রক্ষা বাঁধ না থাকায় শিবসা নদীর জোয়ারের পানিতে প্রতিদিন প্লাবিত হচ্ছে পাইকগাছা পৌর সভার কাঁচাবাজার সহ নিম্নাঞ্চল। বিপাকে পড়েছে পথযাত্রী সহ ক্রেতা সাধারন। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে ব্যবসায়ী মহল।

সরেজমিন ঘুরে দেখা যায়, পাইকগাছা বাজারের মধ্যে দিয়ে পৌরসভার ড্রেন গিয়ে মিশেছে শিবসা নদীর সাথে। পৌরসভার নোংরা পানি যেয়ে শিবসা নদীতে পড়ে। আবার জোয়ারের সময় উক্ত ড্রেন দিয়ে পৌর অভ্যান্তরে প্রবেশ করে। একদিকে ড্রেনের নোংরা আবর্জনা যুক্ত পানি তারসাথে নদীর লবণ পানি মিশে বাজারের পরিবেশ বিভিন্ন স্থানে মিশে ছড়িয়ে যাচ্ছে। ফলে ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের এ পানিতে নামার কারণে চুলকানি সহ বিভিন্ন চর্ম রোগ দেখা দিচ্ছে।

বিশেষ করে বাজারের স্বর্ণপট্টি, কাচামাল বাজার, মুরগী বাজার, খুচরা মাছ বাজার, কাঁকড়া ডিপো মার্কেট, কর্মকার পট্টি, মাংস বাজার, সার্জিক্যাল ক্লিনিকের নীচতলা, থানা প্রধান সড়ক, ইলেকট্রনিক্স মেরামত পট্টি সহ বিভিন্ন এলাকা জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে প্রতিদিন। কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কামরুল ইসলাম বলেন, একদিকে করনার কারনে ব্যবসা ভালো না, অন্য দিকে জুয়ারের পানিতে বাঁজার প্লাবিত হচ্ছে। ক্রেতা আমাদের বাজারে না এসে অন্য জায়গায় থেকে বাজার করে নিয়ে যাচ্ছে। ক্ষতি হচ্ছে আমার বাজার ব্যবসায়ীরা।

এ বিষয় ব্যবসায়ী সংগঠন ষোলআনা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন বলেন, আমরা এ বিষয়ে মেয়র মহোদয়ের সাথে ব্যবসায়ীদের নিয়ে বসব। অচিরেই এটি সমাধান হয়ে যাবে।

এপ্রিল ১, ২০২১ at ১৯:১৮:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/আইএইস/এমআরএইস