গাইবান্ধায় ঐতিহাসিক খাপড়া ওয়ার্ড শহীদ দিবস পালিত

২৪ এপ্রিল ঐতিহাসিক খাপড়া ওয়ার্ড শহীদ দিবস। ১৯৫০ সালের এই দিনে রাজশাহী জেলের খাপড়া ওয়ার্ডে কমিউনিস্ট রাজবন্দীদের ওপর পুলিশ গুলিবর্ষণ করে। এতে ঝরে যায় সাতটি বিপ্লবী প্রাণ।

বন্দী অবস্থায় পুলিশের গুলিতে শহীদ হন কমিউনিস্ট পার্টির কর্মী সুধীন ধর, বিজন সেন, হানিফ শেখ, সুখেন্দু ভট্টাচার্য, দেলোয়ার হোসেন, কম্পরাম সিং ও আনোয়ার হোসেন।

দিবসটি উপলক্ষে শনিবার (২৪ এপ্রিল) সকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গাইবান্ধা শহর শাখা জেলা পার্টি অফিস কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে।

আলোচনা সভায় জেলা কমিউনিস্ট পার্টির সহ সাধারণ সম্পাদক মুরাদ জামান রব্বানীর সভাপতিত্বে আলোচনা করেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, সাবেক সভাপতি ওয়াজিব রহমান র‍্যাফেল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন গুল বদন সরকার।

এপ্রিল ২৪, ২০২১ at ১২:২১:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসকেবি/এমআরএইস