লকডাউনে হুহু করে বাড়ছে শাক-সবজির দাম

বিশ্বে করোনা পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে ধাবিত হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত সারাদেশে একযোগে লকডাউন। এর সুত্র ধরে পহেলা রমজান হতে ঘোষিত সাত দিনের লকডাউনের প্রথম দিন হতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কাচা তরকারি ও শাক-সবজির দাম।

দেখা গেছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর, দামুড়হুদা,আলমডাংগা,সদর উপজেলার বেশ ক’টি বাজারে এক সপ্তাহের ব্যবধানে দুই হতে আড়াই গুন দাম বৃদ্ধি পেয়েছে কাচা তরকারি ও শাক-সবজির। জীবন নগর বাজার ঘুরে দেখা গেছে পহেলা রমজান ও লকডাউনকে কেন্দ্র করে ২০ টাকার শশা ৫০ টাকা, করলা ৬০ টাকা, টমেটো ২০ টাকা, বারী পটল ৬০ টাকা, ঝিঙ্গা ৫০ টাকা, লতি ৬০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, ঢেরস কেজি ৬০, লেবুর হালি ২০ হতে ৩০ টাকা। প্রতি লিটার গরুর দুধের দাম ৭০ টাকা হতে ৮০ টাকা, মহিষের দুধ ১০০ হতে ১২০ টাকা,যা রমজানের আগের তুলনায় ৩০ হতে ৪০ টাকা বেশি।

গরুর গোশতের দাম ৬০ টাকা বেড়ে বর্তমানে ৫৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলে জানা যায়, লকডাউন ও রমজান একসাথে শুরু হওয়ায় চাহিদা অনুযায়ী যোগান হচ্ছে না তাই দাম একটু বেশি।

এপ্রিল ১৬, ২০২১ at ১০:৩৮:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমটিআর/এমআরএইস