বিজিবি’র অভিযানে ফেন্সিডিল ও গাঁজা আটক

চুয়াডাঙ্গার দর্শনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ফেন্সিডিল ও গাঁজা করেছে বিজিবি। মঙ্গলবার (৬ই এপ্রিল) ভোর ৪টার সময় দর্শনা থানাধীন আকন্দবাড়িয়া এলাকা থেকে এসব মাদকদ্রব্য আটক করা হয়।

বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্ত নিমতলা বিওপি’র টহলদল নায়েব সুবেদার মাহাবুব হোসেনের নেতৃত্বে সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ৪ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন আকন্দবাড়িয়া গ্রামের ফার্মপাড়ায় কেরু এ্যাণ্ড কোম্পানির মাঠে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৪ কেজি গাঁজা আটক করে। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর পরিচালক লে.কর্ণেল কামরুল আহসানের পক্ষে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।

এপ্রিল ০৬, ২০২১ at ১৭:৩৬:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমটিআর/এমআরএইস