সীমান্তে মাদকবিরোধী অভিযানে ভারতীয় মদ আটক করেছে বিজিবি

চুযাডাঙ্গার জীবননগর সীমান্তে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) এর টহলদল। মঙ্গলবার (২৩শে ফেব্রুয়ারি) রাতে মালিকবিহীন অবস্থায় এসব মদ আটক করা হয়।

বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্ত মেদিনীপুর বিওপি’র টহল দল হাবিলদার আব্দুর রহমানের নেতৃত্বে মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের সময় সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ২ শত গজ বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদিনীপুর গ্রামের একটি আমবাগানের মধ্য হতে মালিকবিহীন অবস্থায় ৪৩ বোতল ভারতীয় মদ আটক করে।

উপরিউক্ত ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ৫৮ বিজিবি’র পরিচালক লে. কর্ণেল কামরুল আহসানের পক্ষে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।

ফেব্রুয়ারি ২৪, ২০২১ at১৭:২৮:৪২ (GMT+06)
দেশদর্পণ/এমটিআর/এমএসএইস