কপিলমুনিতে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের চিকিৎসা সেবা প্রদান

ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস’র সহায়তায় মুন্সি আফজাল হোসেন ও সেলিনা খাতুন ফাউন্ডেশনের আয়োজনে পাইকগাছার কপিলমুনিতে শনিবার ফ্রি মেডিকেল ক্যাম্পে দিনব্যাপি রোগীদের ফ্রি চিকিৎসা দেওয়া হয়েছে।
কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক কক্ষে ১৪ জন চিকিৎসক দিনব্যাপি শত শত রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন।

এর আগে সকাল ৯ টায় উক্ত বিদ্যালয় প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সাবেক ব্যাংক কর্মকর্তা শেখ আব্দুর রশিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিমেড ইউনিহেলথ এর এম ডি মোছাদ্দেক হোসেন। বিশেষ অতিথি ছিলেন, সাবেক যুগ্ন সচিব ময়েজ উদ্দিন, রাজশাহী রেঞ্জের এডিশনাল ডি আই জি জয়দেব ভদ্র, পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবি এম খালিদ হোসেন সিদ্দিকি, খুলনা মেডিকেল কলেজের গাইনী বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ রওশন আরা বেগম, ইউ পি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ারদার।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিমেড ইউনিহেলথ এর ডি জি এম আউয়ুব আলী মোড়ল। ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন মুক্তি যুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব তপন কান্তি ঘোষ। রবিবার (২১ ফেব্রুয়ারি) উপজেলার হরিঢালীর মাহমুদকাটি অনির্বাণ লাইব্রেরীতেও দিনব্যাপি অনুরুপ ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের চিকিৎসা সেবা দেয়া হবে।