জীবননগর সীমান্তে বিজিবি’র অভিযানে গাঁজা আটক

চুয়াডাঙ্গা জেলার জীবননগর সীমান্তে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গাঁজা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৬ই ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার সময় এই অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্ত রাজাপুর বিওপি’র হাবিলদার ওয়াহিদুজ্জামান এর নেতৃত্বে বিজিবি’র ৫ সদস্য বিশিষ্ট একটি টহল দল সীমান্তের শূন্য লাইন হতে ৫ শত গজ বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শিংনগর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মাঠের ভেতর থেকে মালিকবিহীন অবস্থায় ১ কেজি ভারতীয় গাঁজা আটক করে।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনায়ক লে.কর্ণেল কামরুল আহসানের পক্ষে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।

ফেব্রুয়ারি ১৭, ২০২১ at১৫:১৬:৪২ (GMT+06)
দেশদর্পণ/আকিি/এমটিআর/এমএসএইস