চিতলমারীতে ভয়াবহ অগ্নিকান্ড

বাগেরহাটের চিতলমারী উপজেলার খাসেরহাট বাজারে দিবাগত রাত আনুমানিক ২.৩০ মিনিটের সময় এক ভয়াবহ অগ্নকান্ড ঘটে।অগ্নিকান্ডে তিনটি দোকান সহ একটি বসত ঘর পুড়ে যায়।ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক দেড় কোটির কাছাকাছি।

অগ্নিকান্ডে পুড়ে যায় তিলতিল করে গড়ে তোলা স্বপ্ন।

১৬ফেব্রুয়ারী আনুমানিক রাত আড়াইটার কোন এক সময় এ অগ্নিকান্ডের সূচনা।মশার কয়েল বা বিদ্যুতের সট সার্কিট থেকে আগুনের সূচনা এমন তথ্য প্রতক্ষ্যদর্শীদের মতে।বাজারেে কেন্দ্রবিন্দুতে অবস্থিত দোকানগুলো। স্থানীয় লোকজনদের নিকট হতে জানাযায় ক্ষতিগ্রস্থ দোকান মালিক বিকাশ বড়াল বাজারে সার,বীজ,কীটনাষক, খৈইল,ভূষির ব্যবসা।তার দোকানের সমস্তমালামাল পুড়ে গেছে।শোকে তিনি পাগলপ্রায়। তার ক্ষতির পরিমান আনুমানিক কোটিটাকার কাছাকাছি।

১০ বছর আগে স্বামীহারা শেফালি মন্ডলের একমাত্র আয়ের উৎস দোকানসহ বসত ঘর পুড়েছাই।দর্জিকাজ ও ছিটকাপড় বিক্রিকরে সংসার চালানোসহ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলের খরচ চলতো। ক্ষতির পরিমান আনুমানিক ৩০লক্ষ্যটাকা।এছাড়া ফনিভূষন মজুমদারের দোকান ভাড়া নিয়ে লুঙ্গি গামছার ব্যবসা করতেন দুলাল নামের এক ব্বসায়ী।তারও ক্ষতি লাখ বিশেক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফুল আলম খবর শোনামাত্র ঘটনাস্থল পরিদর্শন করেন।তিনি ক্ষতিগ্রস্থদের স্বান্তনাদেন এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহনের আশ্বাসদেন।এ সময় থানা প্রশাসন উপস্থিত ছিলেন।

ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান বাবু আশোক কুমার বড়াল,চরবানিয়ারী পরিষদ চেয়ারম্যান অর্চনা বড়াল,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু পীযুষ কান্তি রায়,উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ,সন্তোষপুর ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ চিতলমারীতে ফায়ার সার্ভিসের অফিসনেই। বাগেরহাট ফায়ার সার্ভিস সূত্রমতে শ্যামপাড়া নামক স্থানে দ্রুতগতিতে ফায়ার সার্ভিসের অফিস নির্মানের কাজ চলছে।

ফেব্রুয়ারি ১৬, ২০২১ at১৬:০৯:৪২ (GMT+06)
দেশদর্পণ/আকি/সিবি/এমএসএইস